রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক হাবিব

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক হাবিব

স্বদেশ ডেস্ক:

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. শাহদাত হোসেন ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিনভর জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবুল খায়ের, মো. হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরর্শেদ আলম শিপন, মুনছুর জিলানী, পাঠাগার সম্পাদক চাঁদমনি মোহন, সদস্য যথাক্রমে মো. আবু বকর ছিদ্দিক, রিয়াজ হোসেন, মো. নুর উদ্দিন সুজন, তাছলিম আলম, আফতাব হোসাইন তারেক। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. ফখরুল ইসলাম জুয়েল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট এ কে এম আবদুল মতিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট শিল্পী রাণী পাল ও এডভোকেট তফাজ্জল হোসেন বাচ্চু দায়িত্ব পালন করেন। নির্বাচনে ২৯৭ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877