স্বদেশ ডেস্খ:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে বৃহস্পতিবার১১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। শুক্রবার চীন কতৃপক্ষ জানায় এর ফলে দেশব্যাপী মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।
আগের তিন দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগীর সংখ্যা কমলেও গতকাল থেকে আবারো বেড়েছে প্রাণঘাতী এ রোগের সংখ্যা। বৃহস্পতিবার চীনে ৮৮৯ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত বলে জানা গেছে। যাদের মধ্যে ৪১১ জনই হুবেই প্রদেশের যেখান থেকে এই মহামারীর উৎপত্তি।
দেশজুড়ে সংক্রমণের সর্বশেষ সংখ্যা এখন ৭৫ হাজার ৪৬৫ এ পৌঁছেছে।
এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেডরস আধানম গোবিয়াসেস জেনেভায় জানিয়েছেন, নতুন করে আক্রান্তের সংখ্যা কমে যাওয়া ভালো লক্ষণ। তবে তা ধারাবাহিকভাবে কমতে থাকে কি না সেটাই দেখার বিষয়। আলজাজিরা।