বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

রাজনৈতিক নয় মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল

রাজনৈতিক নয় মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল

স্বদেশ ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খা‌লেদা জিয়ার প্যা‌রো‌লো মু‌ক্তির বিষ‌য়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সা‌থে টে‌লি‌ফো‌নে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে কী কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনি (ওবায়দুল কাদের) কী বলেছেন এটা ওনাকে জিজ্ঞাসা করলে বেটার (ভালো) হবে।’

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন প্রশ্ন একটাই, দেশনেত্রীর শরীরের যে অবস্থা, গুরুতর অবনতি হয়েছে। ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য তার পরিবার থেকেই আবেদন জানানো হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

তিনি বলেন, গত ২ বছর ধরেই আমরা কোর্টে যাচ্ছি, কথা বলছি, রাস্তায় নামছি, চিৎকার করছি। সারা দেশবাসী এই মুহূর্তে ম্যাডামের মুক্তির দাবি করছে। একই সঙ্গে আজকে তার পরিবারও করেছে।’

ফখরুল বলেন, কয়েকদিন আগেই তার পরিবার লিখিতভাবে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরকে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য চিঠি দিয়েছেন। চেয়ারপারসনের আইনজীবীদের সঙ্গে তার মামলার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এরআগে, সকালে ওবায়দুল কাদের ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877