ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ক্যারিবীয় দানব ক্রিস গেইলকে ফিরিয়েছেন টাইগার পেসার সাইফু্দ্দিন। ইনিংসের চতুর্থ ওভারে সাইফুদ্দিনের সুইং করে বেরিয়ে যাওয়া বলটি গেইলের ব্যাটের কানা ছুয়ে আশ্রয় নেয় মুশফিকুর রহীমের গ্লাভসে। ১৩ বল খেলে রানের খাতা খোলার আগেই গেইলকে ফিরিয়ে তাই টাইগার শিবিরে কিছুটা স্বস্ত্বি। ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান তখন ৬।
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালে যাবার লক্ষ্যে এ ম্যাচে জয়টা খুবই বেশি প্রয়োজন হয়ে পড়েছে টাইগারদের। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ম্যাচে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ টস। এতে জয়লাভ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে এই ম্যাচে একাদশে ঢুকেছেন টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন