গায়ে হালকা হলুদ রঙের পলো গেঞ্জি। চোখে কালো চশমা। মুখে হালকা দাড়ি। সামনে পিছনে সাদা পোশাক ও পোশাকধারী আরো আট-দশজন পুলিশ সদস্য। মাথা নিচু করে নিজের চেহারা আড়াল করে একপ্রকার মুখ ঢেকে প্রিজন ভ্যানে উঠলেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।
আজ সোমবার দুপুরে শাহবাগ থানার ওসি অপারেশন্স মাহবুব আলমের তালাবদ্ধ রুম থেকে কোর্টে পাঠানোর সময় এভাবেই প্রিজন ভ্যানে উঠেন মোয়াজ্জেম হোসেন।
এর আগে সাদা একটি পাজেরোতে করে ফেনী পুলিশের একটি টিম মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে শাহবাগ থানায় এলে তা গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসান। গ্রেফতারের বিষয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে রাখা হয়েছে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, শাহবাগ থানা পুলিশ মোয়াজ্জেম হোসেনকে ফেনী পুলিশের হেফাজতে দিয়েছে। তারাই তাকে কোর্টে সাইবার অপরাধ ট্রাইবুন্যালে হাজির করবেন।
এর আগে রোববার দুপুরে শাহবাগ থানা এলাকা থেকে গ্রেফতার হন সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। মাদরাসার অধ্যক্ষ কর্তৃক যৌন হেনস্থার শিকার ছাত্রী নুসরাত জাহান রাফির আপত্তিকর জবানবন্দি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে সাইবার অপরাধ ট্রাইবুনালে ওসি মোয়াজ্জেমের নামে মামলা করেন ব্যারিস্টার সুমন নামে একজন।