বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

ভয়ঙ্কর করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল

ভয়ঙ্কর করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল

স্বদেশ ডেস্ক:

চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে সোমবার ১০৮ জনের মৃত্যু হয়েছে। যা এই ভয়াবহ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত কমপক্ষে ১ হাজার ১৬ জন মারা যায়।

এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৭৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪২ হাজার ৬৩৮ জনে।

গত ২৪ ঘন্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১০৩ জনই হুবেই প্রদেশের, এরমধ্যে ৬৭ জন প্রদেশটির রাজধানী উহানের।

ভাইরাসটি আরো কমপক্ষে ২৭টি দেশ ও এলাকায় ছড়িয়ে পড়েছে। কিন্তু এখনো পর্যন্ত চীনের মূল ভূ-খণ্ডের বাইরে মাত্র দুটি মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে একটি ফিলিপাইনে এবং অন্যটি হংকংয়ে। গত ৩০ জানুয়ারি প্রাদুর্ভাবটিকে বিশ্ব স্বাস্থ্য জরুরী অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন এই ভাইরাসটি প্রথমে শনাক্ত করা হয়েছিল উহানে যা হুবেই প্রদেশের রাজধানী। এক কোটি ১০ লাখ বাসিন্দার শহরটি গত কয়েক সপ্তাহ ধরে মূলত অচল হয়ে রয়েছে। আল জাজিরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877