রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর

জন্মদিনের খরচ মসজিদ নির্মাণে দান করলেন নায়িকা শাহনূর

বিনোদন ডেস্ক:

‘১০ ফেব্রুয়ারি, আমার জন্মদিন। পথশিশুদের সাথে আমি জন্মদিন পালন করব। ওদেরকে নতুন জামা-কাপড় দেবো কেক কাটব। সারা দিন ওদের সাথে খেলাধুলা করব। এ ছাড়া কোরআন তেলাওয়াত, কোরআন খতম, মিলাদ দিব। আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করব না কিন্তু পার্টিতে যে টাকা খরচ করতাম, সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ জন্মদিনের পরিকল্পনার কথা এভাবেই গতকাল রাতে ফেসবুকে জানান জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর।

আজ সোমবার চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন। যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহনূর। আর ২০০০ সালে জিল্লুর রহমানের ‘জিদ্দি সন্তান’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন এই নায়িকা। এতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেন। যদিও তার অভিনীত প্রথম ছবি ‘ফাঁসির আদেশ’। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন্দুবালা’।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির কাজ নিয়ে। এতে তিনি অভিনয় করছেন রূপালী নামের চরিত্রে। ছবির গল্প গড়ে উঠেছে রূপালী ও চন্দ্রাবতী নামে দুই বোনকে নিয়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877