স্বদেশ ডেস্ক:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাশবাড়িয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন মারা গেছেন। বুধবার ভোর রাতে এ দুর্ঘটনায় নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, ভোর পৌনে ৫টার দিকে চট্টগ্রামগামী পাথর বোঝাই ট্রাকটির সাথে ঢাকাগামী কাঁচা মরিচ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি।