শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষার ফল প্রকাশ

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৮ সালের বিএ, বিএসএস পরীক্ষার চূড়ান্ত ফল সোমবার প্রকাশিত হয়েছে। পাশের হার ৬৩ দশমিক ৮২।

পরীক্ষায় ৩২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ১৮ হাজার ৯৬ জন ছাত্র এবং ১৪ হাজার ৭৪২ জন ছাত্রী।

২০১৯ সালের জুলাই মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়াও একই সাথে বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার বিষয়ভিত্তিক ৩ লাখ ৩১ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে।

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিঃ দায়িত্ব) ড. মহা: শফিকুল আলম জানান, চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 16023810001) লিখে ২৭৭৭ নাম্বারে এসএমএস পাঠাতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877