স্বদেশ ডেস্ক:
আঁচল, বিপাশা কবির ও রোমানা নীড় তিনজনই চলচ্চিত্রে মানুষ। অভিনয়ের বাইরে তারা তিনজন ঘনিষ্ঠ বান্ধবী। শুটিং না থাকলেও একসঙ্গে আড্ডাবাজি বা ঘুরেফিরে সময় কাটান তারা। অভিনয়ের পাশাপাশি এবার এই তিন বান্ধবী মন দিতে যাচ্ছেন ব্যবসায়। খুলতে যাচ্ছেন ‘থ্রি ডিভাস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।
আঁচল বলেন, ‘আমাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। এরই মধ্যে রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন একটি শোরুম ভাড়া করেছি। আগামী ১০ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হবে। আমরা জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার বিভিন্ন প্রসাধনী আমদানি করব।’
বিপাশা কবির বলেন, ‘শুটিংয়ের কারণে আমাদের প্রতিনিয়ত মেকআপ নিতে হয়। ফলে কোন প্রসাধনীটা ভালো সেটা জানার অভিজ্ঞতা হয়েছে। আশা করি, ক্রেতারা আমাদের কাছে থেকে সঠিক পণ্যটি পাবেন।’
রোমানা নীড় বলেন, ‘অনেক দিন ধরে ভাবছিলাম, একসঙ্গে মিলে কিছু একটা করব। আমরা বান্ধবী হলেও আপন বোনের মতো। সবাই সবাইকে ভালো বুঝি। ব্যবসাটা একটা সময় লিমিটেড কোম্পানির রূপ দিতে চাই।’