রুহুল কুদ্দুস(মিন্টু): নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইট্সের ডাইভারসিটি প্লাজায় বিশ্বব্যাপী মা ও শিশুদের সংগঠন গ্রীনটাচ-এর আয়োজনে বিশ্বব্যাপী শিশু শ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে এক প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৫ জুন শনিবার ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার-এর ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতেনিয়ে গ্রীনটাচ’র সকল সদস্য, সমর্থক, শুভাকাংখীরা স্বত:স্ফূর্তভাবে এ সমাবেশে উপস্থিত হয়ে বিশ্বব্যাপী শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
গ্রীনটাচ্’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহী’র সভাপতিত্বে মাহবুবা কবিতা’র পরিচালনায় সমাবেশ পূর্ব এক সভার আয়োজন করা হয় জ্যাকসন হাইট্সের ৭১-২৪ রুজভেল্ট এভিনিউস্থ গ্রীনটাচ’র নিজস্ব কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন ভূইঞা (হিরু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাচ্চু। শিশুদের শ্রমের বিরুদ্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রীনটাচ পরিবারের সকল সদস্যবৃন্দরাসহ সভায় উপস্থিত সকল সমর্থক ও শুভাকাংক্ষীরা। এছাড়াও মিয়ানমার সরকারের হাতে নির্যাযিত-নীপিড়িত জনগোষ্ঠীর পক্ষে প্রতিবাদী সংগঠন নিউইয়র্কে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড রোহিঙ্গা সংস্থা’র পক্ষে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির আলী।
প্রধান অতিথি জাকির হোসেনে হিরু ভূইঞা বলেন আজ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদেরকে সম্পূর্ণ অনধিকার ভাবে শিক্ষা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের কর্মসংস্থানের দিকে লেলিয়ে দেওয়া হচ্ছে এটা জাতির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ-তেমনি করে আধুনিক সভ্য সমাজের জন্য উদ্যোগের ব্যাপারও বটে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা কবিতা, জাকির হোসেন বাচ্চু, গ্রীনটাচ’র নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহী। প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনে স্কুলের ছোট ছাত্র-ছাত্রীরা হাতে বিভিন্ন স্লোগান সংযুক্ত ফ্লাগ নিয়ে শিশু শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে উপস্থিত ছিল ।
বিশ্বব্যাপী শিশু শ্রমের বিরুদ্ধে সমাবেশ-মানববন্ধনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন মাহবুবা কবিতা।