শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

সিটি নির্বাচনে কে কোথায় ভোট দিবেন

সিটি নির্বাচনে কে কোথায় ভোট দিবেন

স্বদেশ ডেস্ক:

রাত পোহালেই রাজধানীর দুই সিটি নির্বাচন। নির্বাচনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন ভোটারের সাথে প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, প্রতিদ্বন্দ্বিপ্রার্থীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট দফতর ও প্রার্থীদের মিডিয়া সেল জানায়, শনিবার সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইটি স্কুলে ভোট দেবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মো: আতিকুল ইসলাম সকাল ৮টায় উত্তরার শাহজালাল এভিনিউয়ের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল সকাল ৯টার দিকে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল সকাল ১১টায় মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল কেন্দ্রে ও রামপুরা একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮-৯টার মধ্যে ভোট দেবেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভোট দিবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস সকাল ৮টার পর ধানমণ্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে, সকাল ৯টায় বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন আর কে মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে,  জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সকাল ৯টায় লালবাগের আমলিগোলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বেলা সাড়ে ১২টায় পুরান ঢাকার নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি কামাল হোসেন সকাল ১০টায় ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকাল ১১টায় শাহজাহানপুরের মির্জা আব্বাস হাই স্কুলে ভোট দেবেন।

এছাড়াও সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেন। ফ্রন্টের আরেক শীর্ষ নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ধানমন্ডির কাকলি স্কুল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। নাগরিক ঐক্যের মাহামুদুর রহমান মান্না বনানী বিদ্যানিকেতনে, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর আগে শুক্রবার ৮টি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ব্যালেট পেপার, বাক্সসহ ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877