পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধর্মপ্রাণ হিসেবে আখ্যা দিয়েছেন সে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। তবে ইমরান খান দাড়ি রাখা পছন্দ করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ বলেন, তিনি (ইমরান খান) একজন সৎ মানুষ এবং ধর্মপ্রাণ মুসলিম। … তিনি কেবল দাড়ি রাখা পছন্দ করেন না।
মন্ত্রী আরো বলেন, রাজনীতি এবং ধর্ম আলাদা রাখা আবশ্যক। অথচ, বিরোধীদলগুলোর রাজনীতিবিদরা সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নে ধর্মের প্রলেপ দিচ্ছে।
তিনি আরো বলেন, সবাই জানে যে তিনি (ইমরান খান) কী ধরনের জীবন যাপন করেন এবং তার বিশ্বাস কী ধরনের। তারা সবাই জানে যে, তিনি (ইমরান খান) একেবারেই সৎ ও পবিত্র মানুষ; তার ব্যক্তিজীবন নিয়ে রাজনীতি করাটা ফলপ্রসূ হবে না।
সূত্র : পাকিস্তান টুডে