স্বদেশ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশান ২ নম্বরে আল মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, দুইজনেই ১ ফেব্রুয়ারি সকাল নয়টার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি আরো জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।