স্বদেশ রিপোর্ট ॥ নিউইয়র্কে বসবারত প্রবাসী বাংলাদেশী শিল্পীদের উদ্যোগে সংবর্ধিত হলেন প্রবাসের পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষণ। গত ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় হয় নূরুল ইসলাম বর্ষণকে। এছাড়া শিল্পদের পক্ষ থেকে তাকে প্ল্যাক দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিশিষ্ট গীতিকার জীবন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, শিল্পী আনোয়ার খান, ডা. নার্গিস রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট একেএম রফিকুল ইসলাম, সেলিম রেজা, অনুষ্ঠানের আহ্বায়ক মনিকা রায় সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি এবিএম সালেহউদ্দীন।
অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে নূর ইসলাম বর্ষণ বলেন, প্রবাসের শিল্পীদের কাছ থেকে পাওয়া এই সংবর্ধনা আমার জীবনের পরম পাওয়া। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রবাসীদের ভালোবাসায় নতুন জীবন ফিরে পেয়েছি। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে শিল্পী মিলন কুমার রায়ের নেতৃওত্ব প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন আনোয়ার খান, শাহরীন সুলতানা, শাহ মাহবুব।