শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

শেরপুরে খামার প্রহরীর লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

বগুড়ার শেরপুরে খামার প্রহরী বাবু মিয়ার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কাফুড়া গ্রামের ব্যবসায়ী আইয়ুব আলীর মুরগীর খামার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে বাবু মিয়া অনেক দিন যাবৎ কাফুড়া গ্রামের ব্যবসায়ী আইয়ুব আলীর মুরগীর খামার ও মাছের পুকুরে প্রহরীর কাজ করে আসছিলো। গত ২৫ জানুয়ারি শনিবার রাত ৯টায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের যেকোন সময় সে তার মুরগীর খামার ঘরের মধ্যেই মারা যায়। পরদিন সকালে এলাকাবাসি দেখে শেরপুর থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানার অফিসার ইনর্চাজ মো: হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবু মিয়া বিষক্রিয়ায় মারা গেছে। তবে লাশ ময়নাতদন্ত না করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ