ম্যানচেস্টারে বৃষ্টির শঙ্কা ছিল। কিন্তু টসের সময় দেখা গেল রৌদ্রোজ্জ্বল আকাশ। পিচ প্রতিবেদনে মাইকেল ক্লার্ক জানালেন, উইকেট এমনিতে শক্ত হলেও কিছুটা আর্দ্রতা আছে। নতুন বলের ঝক্কি সামলাতে পারলে পুরোটাই ব্যাটিং উইকেট। কিন্তু বোলারদের ওপর আস্থা রেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
ভারতের শুরুটাও একেবারে মন্দ হয়নি। মোহাম্মদ আমির ও হাসান আলীদের সামলে বেশ সাবধানী শুরুই করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান।
আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া আমির আজ নতুন বলে মেডেন নিয়ে শুরু করেছেন। আরেক পেসার হাসান আলী অবশ্য তাঁর সতীর্থের সঙ্গে সেভাবে তাল মেলাতে পারেননি। হাসান ৩ ওভারে ২৬ রান দেওয়ার পর তার জায়গায় ওয়াহাব রিয়াজকে বোলিংয়ে এনেছেন সরফরাজ। অন্যদিকে ৪ ওভারে ১ মেডেনসহ দিয়েছেন মাত্র ৮ রান। আমিরকে বেশ সমীহ করেই খেলছেন রোহিত-রাহুল। ৪ ওভারে আমির যেখানে মাত্র ১টি চার হজম করেছেন হাসানের কাছ থেকে সেখানে ৩ চার ও ১ ছক্কা তুলে নিয়েছেন ভারতের দুই ওপেনার।
২৯ বলে ৩৭ রান নিয়ে ব্যাট করছিলেন রোহিত। অন্য প্রান্তে লোকেশ রাহুল একটু বেশিই দেখেশুনে খেলছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ বলে ১৪ রানে নিয়ে অপরাজিত ছিলেন।