ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের মাঠের লড়াই শুরু হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান একাদশ সাজিয়েছে দুই স্পিনার নিয়ে। ওহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমিরকে নিয়ে গড়া হয়েছে পেস অ্যাটাক। পাক অধিনায়ক জানান, ওল্ড ট্রাফোর্ডের কন্ডিশন বিবেচনায় এনে একাদশে রাখা হয়েছে দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসীমকে।
এদিকে ভারত নেমেছে একদাশে এক পরিবর্তন নিয়ে। ইনজুরিতে ছিটকে যাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার বিজয় শংকর। টস হেরে কোহলি জানিয়েছেন, ফিল্ডিং করলে তাদের সুবিধা হতো।
ভারত একাদশ :
রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, বিজয় শংকর, এম এস ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, ভুবেনশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, যসপ্রীত বুমরাহ।
পাকিস্তান একাদশ :
ইমাম উল হক, ফাখহার জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, হাসান আলী ও মোহাম্মদ আমির।