স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গর্ভপাতবিরোধী মিছিলে অংশ নিয়ে ইতিহাস তৈরি করেছেন। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি এ ধরনের মিছিলে যোগ দিলেন। বিবিসি।
ওয়াশিংটন ডিসিতে শুক্রবার এ মিছিল হয়। মিছিলটির নাম ছিল, ‘জীবনের জন্য মিছিল’। এতে উপস্থিত থেকে ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব সাধারণ কারণ নিয়ে উপস্থিত হয়েছি; সেটি হলো প্রত্যেক শিশুর জন্মের অধিকার নিশ্চিত করা।’
১৯৭৩ সালে মার্কিন সুপ্রিমকোর্ট গর্ভপাত বৈধ ঘোষণা করেন। এ আদেশের প্রতিবাদে ১৯৭৪ সালে বার্ষিক মিছিলের আয়োজন করা হয়।
এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টই গর্ভাপাতবিরোধী মিছিলে অংশগ্রহণ করেননি। যদিও হোয়াইট হাউসের খুব কাছেই এ মিছিল আয়োজিত হয়।