রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

ঢাকেশ্বরী মন্দিরের পাশে থাকার প্রতিশ্রুতি ইশরাকের

ঢাকেশ্বরী মন্দিরের পাশে থাকার প্রতিশ্রুতি ইশরাকের

স্বদেশ ডেস্ক:

নির্বাচনের ফলাফল যাই হোক সবসময় ঢাকেরশরী মন্দিরের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। শনিবার নির্বাচনী প্রচারণা ১৬ তম দিনে ঢাকেরশরী মন্দির পরিদর্শনকালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সাধারন সম্পাদক মাহাবুব আলম বাদল প্রমুখ।

ইশরাক বলেন, আমি মেয়র নির্বাচিত হই বা না হই এই এলাকার সন্তান হিসাবে এই মন্দিরের পাশে সব সময় থাকবো এবং এর উন্নয়নের জন্য যা যা দরকার তাই করবো। আমি অতীতেও বলেছি, আমার বাবা হিন্দুধর্মাবলম্বী জনগোষ্ঠীর পাশে যেভাবে ছিলেন আমিও সব সময় ঠিক সেইভাবে তাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন আমি জনসেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে পারি।

এর আগে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর রায় সাহেব বাজার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণার ষোলতম দিনের গণসংযোগ শুরু করেন বিএনপি’র এই মেয়র প্রার্থী।

পরে গণসংযোগটি জনসন রোড, জিন্দাবাদ সেকেন্ড লেন, জিন্দাবাদ প্রথম দিন, বাবুবাজার ব্রিজের নিচ দিয়ে বংশাল থানা বিএনপির অফিসের পাশ দিয়ে বংশাল সরকার লেন হয়ে বংশাল বড় মসজিদে এসে নেতাকর্মীদের সাথে নিয়ে মাগরিব নামাজ আদায় করেন। নামাজ শেষে গনসংযোগটি নিয়ে বংশাল বড় মসজিদের পাশে বিএনপির কাউন্সিলর প্রার্থী ইয়াকুব সরকারের বাসায় যান। সেখান থেকে গাড়ি বহর নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877