শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

ডিআইজি মিজান এতই শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

ডিআইজি মিজান এতই শক্তিশালী, প্রশ্ন আপিল বিভাগের

পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করায় উষ্মা প্রকাশ করেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ উষ্মা প্রকাশ করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ডিআইজি মিজানকে কেন এখনও গ্রেপ্তার করছেন না? সে কি দুদকের চেয়ে বেশি শক্তিশালী?

আদালত বলেন, আপনাদের একজন পরিচালকের বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, যেখানে দুদক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেই প্রতিষ্ঠানের একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সত্যিই অ্যালার্মিং।

আদালত আরও বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে, আবার ওই টাকার বিপরীতে বন্ধকীকৃত সম্পত্তি ছাড়িয়ে নিতে হাইকোর্টে আবার রিট করছেন। এসব বিষয় নিয়ে ভাবার সময় এসেছে।

আজ হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন সংক্রান্ত শুনানির সময় আদালত এসব মন্তব্য করেন। পরে আদালত জেসমিন ইসলামের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877