স্বদেশ ডেস্ক:
নরেন্দ্র মোদি-অমিত শাহের দিন ফুরিয়ে আসছে। মোদি–অমিত শাহ ক্ষমতায় থেকে উৎখাত হলেই কংগ্রেস প্রথমেই নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিল করবে বলে মন্তব্য করেছেন ভারতের আসামে দায়িত্বে থাকা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। গতকাল শুক্রবার আসাম জুড়ে সিএএ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ধোমজির গোগামুখে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জনজাগরণ যাত্রায় তিনি একথা বলেন।
এদিন কংগ্রেসেরে জনজাগরণ যাত্রায় বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিলের দাবি জানানো হয়। এতে হাজার হাজার কংগ্রেস নেতাকর্মী অংশ নেয়। এতে নেতৃত্ব দেন আসাম রাজ্য কংগ্রেস সভাপতি রিপুন বরা।
সূত্র : দৈনিত যুগশঙ্খ