শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

ভোটের মাধ্যমে হামলার জবাব দিন : তাবিথ আউয়াল

ভোটের মাধ্যমে হামলার জবাব দিন : তাবিথ আউয়াল

স্বদেশ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল বলেছেন, গণসংযোগের সময় বিএনপি নেতাকর্মীদের উপর সরকারদলীয় সন্ত্রাসীরা হামলা করেছে। আবারো তারা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। জনগণকে ভোটের মাধ্যমে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলার জবাব দেয়ার আহ্বান জানান তিনি। বৃহস্প‌তিবার বেলা পৌ‌নে ১২টায় রাজধানীর রা‌য়ের বাজার প্রেমতলা এলাকা থে‌কে গণসং‌যোগ শুরুর আগে তি‌নি এসব কথা ব‌লেন।

তাবিথ আউয়াল ব‌লেন, নির্বাচনী প্রচারণা চালাতে জনগ‌ণের কা‌ছে যাচ্ছি। ধানের শীষের নির্বাচনী গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ধানের শীষের পক্ষে গণ‌জোয়ার দে‌খে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করছে প্রতিপক্ষরা। এতে বিএনপির কয়েকজন প্রার্থীসহ নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন।

তাবিথ বলেন, জনগণ স্বতস্ফুর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। এখন নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবে। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাস নয়, দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই।

এদিকে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে গত ১৩ দিনে প্রায় ৩২৫ কি‌লোমিটার পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন বিনেপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, এ পর্যন্ত ৫৪টি ওয়া‌র্ডে প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রের বে‌শি পথ হে‌টে গণসং‌যো‌গ করেছি। জনগণের মাঝে ব্যাপক সাড়া পে‌য়ে‌ছি।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন- বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মাসুম খান রা‌জেশ, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি এবং তার অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877