শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার দীর্ঘ বিরতি শেষে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী গরমে পোষা প্রাণীর যত্ন দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি
গৌরীপুর রেল জংশনে চার দিনে চার দুর্ঘটনা

গৌরীপুর রেল জংশনে চার দিনে চার দুর্ঘটনা

স্বদেশ ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের রেললাইনে গত চার দিনে চারটি রেল দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কারণ জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের সহকারি মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল।

স্থানীয় সুত্র জানায়, সর্বশেষ গত সোমবার বিকাল পৌনে চারটার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন শম্ভুগঞ্জ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনা কবলিত ইঞ্জিন রাত আটটায় উদ্ধার শেষে প্রায় চার ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এছাড়াও গত বুধবার ১৫ জানুয়ারি চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় কবলিত হয়। এতে তিনটি বগি উদ্ধারে লাগে প্রায় ৯ ঘন্টা। একদিন পর শুক্রবার মালবাহি ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। সেই মালবাহি ট্রেনকে উদ্ধার করতে যেয়ে উদ্ধারকারি ট্রেনটিও লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা কবলিত হয়।

স্থানীয় লোকজন জানান, প্রত্যেক দুর্ঘটনায় তদন্ত টিম গঠন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। দুর্ঘটনার কারণ খুঁজে পায়নি তদন্ত টিম। এ ধরনের অবস্থায় এই রুটের সকল যাত্রী রয়েছে এক ধরনের আতঙ্কে। কখন ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা।

তদন্ত শেষে বাংলাদেশ রেলওয়ের সহকারি মহাপরিচালক (অবকাঠামো) ধীরেন্দ্র নাথ মজুমদার জানান, পুরাতন অবকাঠামো ও স্থানীয় কর্মকর্তাকর্মচারীদের অবহেলা-অনিয়মের কারণে এ দুর্ঘটনা ঘটছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877