স্বদেশ ডেস্ক:
টুর্নামেন্টের শুরুতেই রাজশাহী রয়্যালসের টিম ম্যানেজমেন্ট ক্যারবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেন। বঙ্গবন্ধু বিপিএলে দলকে চ্যাম্পিয়ন করে তার ওপর ভরসা করার প্রতিদান দেন এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে সমান পারদর্শিতা দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস। এই ম্যাচেও ব্যাটে-বলে দুর্দান্ত করেন রাসেল। ব্যাট হাতে অপরাজিত ২৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে একাই হারিয়ে রাজশাহীকে ফাইনালে তুলেছেন রাসেলই।
পুরো টুর্নামেন্টে রাসেল ১৩ ম্যাচ খেলে ৫৬.২৫ গড়ে ২২৫ রান করেন। সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান। বল হাতে ১৩ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। সর্বোচ্চ ৩৭ রান দিয়ে নেন চার উইকেট।
আন্দ্রে রাসেল একমাত্র বিদেশি খেলোয়াড় যিনি বিপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন।