রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

ইসি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে : তাবিথ

ইসি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে : তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।

শুক্রবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে সকাল ১১ টায় মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, সাম্প্রতিক যে গণজোয়ার তৈরি হয়েছে তা ৩০ জানুয়ারি ধানের শীর্ষের বিজয়ের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ঢাকা শহরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ঘাট, ড্রেনেজ স্যুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমরা সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তাবিথ আউয়ালের সাথে গণসংযোগ অংশ নিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877