মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী রোববার

জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী রোববার

স্বদেশ রিপোর্ট : বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশী জাতীয়তাবাদের উদ্যোক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম)-এর ৮৪তম জন্মবার্ষিকী ১৯ জানুয়ারী রোববার। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ীর এক বনেদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৭ মার্চ বাঙালী জাতির সংকট মুহূর্তে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে ভেসে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। তার নামে গড়ে ওঠা জেড ফোর্স রণাঙ্গনে যুদ্ধ করে দুঃসাহসিকতায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘সিপাহী জনতার বিপ্লবের’ মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একটি অংশের অভ্যুত্থানে নিহত হন তিনি। তাঁর ইন্তেকালের পর জিয়া পতœী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি ও বিভিন্ন শাখা বিএনপি’র উদ্যোগে দেশ ও প্রবাসে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877