শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র আ:লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত! শূন্য পদ পূরণের জন্য সকল ক্ষমতার সভাপতির হাতে ন্যস্ত

যুক্তরাষ্ট্র আ:লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত! শূন্য পদ পূরণের জন্য সকল ক্ষমতার সভাপতির হাতে ন্যস্ত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত ।

অদ্য অপরাহ্ন ২ টায় পালকী পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। সভায় আলোচনা এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে নি¤œ লিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।
প্রথমত – যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়ার মেয়ের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞ্যাপন এবং বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দ্বিতীয়ত – বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে, তাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল সদস্য থাকবেন এবং মহানগর ও ষ্টেট আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ১৫জন করে সদস্য থাকবেন।
তৃতীয় – যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে শূন্য পদ পূরনের বিষয়ে আলোচনা হয়। সবার সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিকে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা দেয়া হয়।
চতুর্থত – যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
পঞ্চমত – গত ১৩ই জুন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কর্তৃক ঐতিহাসিক বাজেট পেশ করা হয়- এ বাজেট উন্নয়নের জনবান্ধব বাজেট। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

বিনীত –
ড. সিদ্দিকুর রহমান
সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ফোন: ৬০৯-৪৩৩-৮৫১০

আব্দুস সামাদ আজাদ
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ফোন: ৩৪৭-৫৫৩-৬১৬৩

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877