শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড হাইকোর্টে বাতিল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছে লাহোর হাইকোর্ট।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে এ সাজা দিয়েছিল দেশটির বিশেষ একটি আদালত।

সোমবার এক রায়ে লাহোর হাইকোর্ট বলেছে, পারভেজ মোশাররফের বিচারের জন্য যে প্রক্রিয়ায় ওই বিশেষ আদালত গঠন করা হয়েছিল, তা সংবিধানসম্মত হয়নি।

পারভেজ মোশাররফের এক আবেদনের শুনানি শেষে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেছে, যেভাবে ওই মামলা করা হয়েছে, তাও আইনসম্মত হয়নি।

ইসলামাবাদের ওই বিশেষ আদালত সাবেক প্রেসিডেন্ট মোশাররফের অনুপস্থিতিতেই গত ১৭ ডিসেম্বর তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে এবং সর্বোচ্চ সাজার আদেশ দেয়।

এক মাসের কম সময়ের মধ্যে সেই রায় উচ্চ আদালতে বাতিল হয়ে গেল।

সূত্র : ডন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ