বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

‘এরশাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

‘এরশাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি’

স্বদেশ ডেস্ক:

‘এরশাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার বিকেলে রংপুরে দর্শনার পল্লীনিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘ডিসিসি নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি। আশাকরি কেউ এই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করবেন না। জাতীয় পার্টি এরশাদের আদর্শে অনুপ্রাণিত হতেই আমরা তার কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করলাম। কবরস্থানে একটি আধুনিক স্মৃতি কমপ্লেক্স নির্মাণ হবেও বলে তিনি উল্লেখ করেন।’

এসময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এরশাদের কবরের পাশে সুরা ফাতিহা পাঠ ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877