মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

শান্তর সেঞ্চুরীতে খুলনার ঐতিহাসিক জয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ার সেরা ইনিংসে ঢাকা প্লাটুনকে বড় সংগ্রহ এনে দিলেন মুমিনুল হক ও মেহেদি হাসান। জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্তও খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস, করলেন দারুণ এক সেঞ্চুরি। পেলেন মেহেদী হাসান মিরাজের দারুণ সহায়তা। দুই তরুণের ব্যাটে ইতিহাস গড়ল খুলনা টাইগার্স। বিপিএলের মঞ্চে প্রথম দল হিসেবে জিতল দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবারের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতে চূড়ায় থেকে প্রাথমিক পর্ব শেষ করল মুশফিকুর রহিমের দল। ২০৬ রানের লক্ষ্য স্পর্শ করে ১১ বল বাকি থাকতে।

দ্বিতীয় আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সিলেট রয়্যালস। এতদিন এটিই ছিল বিপিএলে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

বাজে ফর্মের জন্য জায়গা হারিয়েছিলেন শান্ত। ফেরার পর ভালো শুরু পাচ্ছিলেন, কিন্তু সেগুলো বড় করতে পারছিলেন না। অবশেষে পারলেন, ক্যারিয়ার সেরা অপরাজিত ৫৪ ছাড়িয়ে করলেন ১১৫ রান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ