স্বদেশ ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গিয়ে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার রাজধানীর আরকে মিশন রোডস্থ গোপীবাগের সেকেন্ড লেন বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।
এসময় তাপস বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।
এরপর তিনি স্থানীয় লোকজনের কাছে নৌকা মার্কায় ভোট চায়। এর আগে তিনি ঐতিহাসিক রোজ গার্ডেনে নৌকা পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা শুরু করেন।
তাপস বলেন, ঢাকা আমার প্রাণের শহর। এ শহরে আমার বেড়ে ওঠা। আমি ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই। ঢাকার ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে তুলে ধরবো, পরিস্ফুটিত করবো। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা। ঢাকাকে আমরা বায়ু দুষণমুক্ত করবো। সৌন্দর্য বর্ধন করবো। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমরা আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করবো।
তিনি বলেন, আমরা অচল ঢাকাকে সচল ঢাকায় পরিণনত করতে চাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে স্বায়ত্তশাসনের মাধ্যমে দুর্নীতিমুক্ত করবো। সুশাসিত ঢাকার আওতায় সকল নাগরিক তাদের মৌলিক সুবিধা দৌড়গোড়ায় পাবে। আমরা এলাকাভিত্তিক সমস্যার সমাধান করবো। আমরা ঢাকাকে উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলবো।