শনিবার, ০৪ মে ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এখন বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন, তৃতীয় গুগল

এখন বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন, তৃতীয় গুগল

বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড হিসেবে স্থান করে নিয়েছে অ্যামাজন। এক্ষেত্রে গুগল-অ্যাপলকে পেছনে ফেলেছে সংস্থাটি।  গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সির ‘২০১৯ টপ ১০০ ব্র্যান্ডজ’ -এর প্রতিবেদন এমনটাই বলছে। এদিকে, প্রথম অবস্থান থেমে তৃতীয় স্থানে নেমে এসেছে গুগল।

গ্লোবাল মার্কেট রিসার্চ এজেন্সির প্রতিবেদন বলছে, অ্যামাজনের ব্র্যান্ড ভ্যালু ৫২ শতাংশ বেড়ে ৩১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে গুগল তার প্রথম অবস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপল নিজেদের অবস্থান ধরে রেখেছে। গত বছর তৃতীয় স্থানে ছিল অ্যামাজন।

বর্তমানে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিশ্ববাজারে সেরা দশটি প্রতিষ্ঠানের তিনটিই যুক্তরাষ্ট্রের।

দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু ৩০৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর তৃতীয় স্থানে থাকা গুগলের ব্র্যান্ড ভ্যালু ৩০৯ বিলিয়ন ডলার।

ওই তালিকায় চার নম্বরে অবস্থান করছে মাইক্রোসফট। মাইক্রোসফট-এর ব্র্যান্ড ভ্যালু ২৫১ বিলিয়ন ডলার।

পাঁচ নম্বরে রয়েছে পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা, যার ব্র্যান্ড ভ্যালু ১৭৮ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অবস্থান করছে ছয় নম্বরে। ফেসবুকের ব্র্যান্ড ভ্যালু ১৫৯ বিলিয়ন ডলার।

সাত থেকে দশ নম্বরে রয়েছে যথাক্রমে আলিবাবা গ্রুপ, টেনসেন্ট, ম্যাকডোনাল্ডস এবং এটি-অ্যান্ড-টি। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টি এশিয়ার যার মধ্যে ১৭টিই চীনের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877