বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

উপহার পেয়ে শাবানা কি যে খুশি হয়েছিল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০১৯

শাবানার সঙ্গে আমার খুব বেশি ছবিতে অভিনয় করা হয়নি। তবে যে ক’টি করেছি, সবগুলোই সুপার হিট হয়েছে। শাবানা আর আমি খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে ‘তুই-তুকারি’ সম্পর্ক। ওর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে, যা বলে শেষ করা যাবে না। অনেক ভালো মনের মানুষ শাবানা। শুধু শাবানার কথাই বলবো না। ওর স্বামী সাদিকও (ওয়াহিদ সাদিক) বেশ ভালো মানুষ। সাদিকও আমার বন্ধু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যখন জয় পেলাম, ওইদিনই শাবানা আমেরিকা থেকে ফোন করে আমাকে শুভেচ্ছা জানিয়েছে। সিনেমার আর কোনো নায়িকা ওদিন আমাকে শুভেচ্ছা জানায়নি। ওইদিন ওর সঙ্গে অনেক কথা হয়েছে।

এবার যখন আজীবন সম্মাননা (জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫) নেওয়ার অনুষ্ঠানে শাবানা বাংলা সিনেমা নিয়ে কথা বলছিলেন, ওর মুখে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছিল। এত বছর পরও বাংলা সিনেমার প্রতি ওর এমন ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। শাবানার গুণের কথা বলে শেষ করা যাবে না।

একটি স্মৃতি কথা বলি, বহু বছর আগের কথা। আমরা তখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। একদিন শাবানা আমাকে বলছিল, ‘কেউ কোনো দিন গিফট দিলো না।’ এর কিছুক্ষণ পর আমি ওকে একটা গিফট দিলাম। উপহার পেয়ে শাবানা কি যে খুশি হয়েছিল সেদিন, বলে বোঝানো যাবে না। যদিও সেটি খুব দামি কিছু ছিল না। তারপরও গিফট তো গিফটই। সেই পুরনো কথা আজও ওর স্মরণে আছে। কিছুদিন আগে, সেই গিফটের কথা বলে ও হাসাহাসি করছিল। যাই হোক, আজ শাবানার জন্মদিন। ওর জন্মদিনে আমার শুভেচ্ছা রইলো। দোয়া করি, শাবানার দীর্ঘায়ু হোক এবং ভালো থাকুক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ