সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভিসা নীতিতে পুলিশের ইমেজ সঙ্কট হবে না : আইজিপি অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই : অর্থমন্ত্রী সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী আপনার রাশিফল: সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩)
উপহার পেয়ে শাবানা কি যে খুশি হয়েছিল

উপহার পেয়ে শাবানা কি যে খুশি হয়েছিল

শাবানার সঙ্গে আমার খুব বেশি ছবিতে অভিনয় করা হয়নি। তবে যে ক’টি করেছি, সবগুলোই সুপার হিট হয়েছে। শাবানা আর আমি খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে ‘তুই-তুকারি’ সম্পর্ক। ওর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে, যা বলে শেষ করা যাবে না। অনেক ভালো মনের মানুষ শাবানা। শুধু শাবানার কথাই বলবো না। ওর স্বামী সাদিকও (ওয়াহিদ সাদিক) বেশ ভালো মানুষ। সাদিকও আমার বন্ধু।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যখন জয় পেলাম, ওইদিনই শাবানা আমেরিকা থেকে ফোন করে আমাকে শুভেচ্ছা জানিয়েছে। সিনেমার আর কোনো নায়িকা ওদিন আমাকে শুভেচ্ছা জানায়নি। ওইদিন ওর সঙ্গে অনেক কথা হয়েছে।

এবার যখন আজীবন সম্মাননা (জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫) নেওয়ার অনুষ্ঠানে শাবানা বাংলা সিনেমা নিয়ে কথা বলছিলেন, ওর মুখে কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছিল। এত বছর পরও বাংলা সিনেমার প্রতি ওর এমন ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। শাবানার গুণের কথা বলে শেষ করা যাবে না।

একটি স্মৃতি কথা বলি, বহু বছর আগের কথা। আমরা তখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। একদিন শাবানা আমাকে বলছিল, ‘কেউ কোনো দিন গিফট দিলো না।’ এর কিছুক্ষণ পর আমি ওকে একটা গিফট দিলাম। উপহার পেয়ে শাবানা কি যে খুশি হয়েছিল সেদিন, বলে বোঝানো যাবে না। যদিও সেটি খুব দামি কিছু ছিল না। তারপরও গিফট তো গিফটই। সেই পুরনো কথা আজও ওর স্মরণে আছে। কিছুদিন আগে, সেই গিফটের কথা বলে ও হাসাহাসি করছিল। যাই হোক, আজ শাবানার জন্মদিন। ওর জন্মদিনে আমার শুভেচ্ছা রইলো। দোয়া করি, শাবানার দীর্ঘায়ু হোক এবং ভালো থাকুক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877