শিরোনাম দেখে আঁতকে ওঠার কিছু নেই। ছবির শুটিংয়ে অংশ নিতে ঢাকা ছাড়ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। আগামী মঙ্গলবার থেকে ফরিদপুরে শুরু হবে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। এতে অংশ নিতে আগামী সোমবার ঢাকা ছাড়ছেন পরীমনি।
তিনি বলেন, ‘ভালো গল্পের ছবির জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। তাই সময় নিয়েছি। এবার ক্যামেরার সামনে দাঁড়াবো। এরই মধ্যে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি, দর্শকদের দারুণ একটি ছবি উপহার দিতে পারবো।’
এদিকে, চলতি বছর ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এর মধ্য দিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। আরও আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে।