রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

মজিব বর্ষের ‘কাউন্টডাউন’ শুরু শুক্রবার

মজিব বর্ষের ‘কাউন্টডাউন’ শুরু শুক্রবার

স্বদেশ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) শুরু হচ্ছে শুক্রবার। রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বিকাল ৩টার দিকে মুজিব বর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে ওই স্থানেই বিমান থেকে অবতরণ করেছিলেন।

অনুষ্ঠানে দুই হাজার অতিথি এবং ১০ হাজার দর্শককে আমন্ত্রণ জানানো হবে।

গত ১ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, দর্শকদের মোবাইল অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করতে হবে। ক্ষণগণনার ঘড়িগুলো ১২ সিটি করপোরেশন, ২৩ জেলা এবং টুঙ্গিপাড়া ও মুজিবনগরের ২৮টি জায়গায় স্থাপন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877