রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, অপরাধী গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই দিন রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার লোহাজুরি গ্রামের মারফত উল্লার ছেলে নান্দুমিয়া খানকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে গোগড়াপুর গ্রামের রাখেশ দাসের ছেলে রামমোহন দাস, দেয়ালহাটি গ্রামের ময়াশন সূত্রধরের ছেলে রতিন্দ্র সুত্রধর, মাখন সুত্রধরের ছেলে গোপাল সুত্রধর, রামধন সুত্রধরের ছেলে ফেমা সুত্রধর ও হিলালনগর গ্রামের গৌরচন্দ্র দাসের ছেলে বক্ত চন্দ্র দাশকে গ্রেফতার করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ