শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

ঠিক আছে তো হার্ডড্রাইভটা?

ঠিক আছে তো হার্ডড্রাইভটা?

কম্পিউটারে তথ্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হলো হার্ডড্রাইভ। যেকোনো ইলেকট্রনিকস যন্ত্রের মতোই এই ডিভাইসেরও আয়ুষ্কাল থাকে। তবে আয়ুর বিষয়টি তাপমাত্রার ওঠা-নামা, আর্দ্রতা ও নানা বাহ্যিক অবস্থার ওপরও নির্ভর করে। নির্দিষ্ট সময় ব্যবহারের পর হার্ডড্রাইভ নষ্ট হয়ে যায়। তাই আগে থেকে সচেতন থাকতে হবে, ডিভাইসটি নষ্ট হয়ে গুরুত্বপূর্ণ ফাইল যেন হারিয়ে না যায়। হার্ডড্রাইভ নষ্টের আগে কিছু লক্ষণ দেখা যায়। হার্ডড্রাইভ থেকে যদি একই শব্দ বারবার শোনা যায় বা কোনো কিছু গুঁড়া করার মতো শব্দ আসতে থাকে, তাহলে বুঝতে হবে, হার্ডড্রাইভটির আয়ু প্রায় শেষের পথে। বারবার শব্দ আসার বিষয়টিকে ‘ক্লিক অব ডেথ’ বলা হয়। কোনো কিছু রাইট করতে বা ‘এরর’ ঠিক করার প্রক্রিয়ার সময় এ শব্দ তৈরি হয়।

কোনো সফটওয়্যার বা ফোল্ডার খোলার সময় তুলনামূলকভাবে কম্পিউটারের গতি কম হলে কিংবা হ্যাং করলে। এ ছাড়া ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ দেখালে বুঝতে হবে, হার্ডড্রাইভের আয়ু শেষের পথে। এ ধরনের সমস্যা হয়তো সব সময় দেখবেন না; কিন্তু উইন্ডোজ সেফ মোড বা নতুন করে ইনস্টলেশন দেওয়ার সময় যদি এ ধরনের সমস্যা দেখেন, তবে বুঝবেন যে হার্ডড্রাইভ ঠিকমতো কাজ করছে না।

অনেক সময় কোনো ফাইল না খোলা এবং কোনো কারণ ছাড়াই ফাইল গায়েব হয়ে যাওয়া বা ফাইল নষ্ট হয়ে যাওয়া হার্ডড্রাইভ নষ্টের পূর্বলক্ষণ।

যদি খুব বেশি ব্যাড সেক্টর দেখতে পান, তবে বুঝবেন হার্ডড্রাইভের অবস্থা শোচনীয়। ব্যাড সেক্টর হচ্ছে হার্ডড্রাইভের ত্রুটিপূর্ণ এলাকা, যে এলাকাগুলো ডাটা রিড বা রাইট করার অনুরোধ পেলেও সাড়া দেয় না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877