স্বদেশ ডেস্ক:
টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ধুম-ধারাক্কা চার-ছয় মারাই যেন নিয়ম। টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর এখন পর্যন্ত যাদের ব্যাটিংয়ে দেখে বিনোদিত হয়েছেন দর্শক, ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলের নাম থাকবে সবার উপরে। এবার সেই ক্রিস গেইল আসছেন বঙ্গবন্ধু বিপিএল মাতাতে।
এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আসর মাতাতে আসছেন ক্রিস গেইল। আগামীকাল সোমবার তিনি চট্টগ্রামের হয়ে অনুশীনৈ শুরু করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজার ফাহিম মুনতাসির। তিনি জানান, সকাল ১০টায় ক্রিস গেইল ঢাকায় এসে পৌঁছাবেন। কাল বিকেল তিনটা থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অনুশীলন আছে, ওটাতে অংশগ্রহণ করবেন তিনি।
বিপিএরের আগের আসরগুলোতেই দেখা গেছে ক্রিস গেইল চার-ছক্কার ফুলঝুঁড়ি। ঢাকা-রংপুরের হয়ে বিপিএলের আগের আসরগুলোতে দেখা গেছে তাকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোয়াড : মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, ক্রিস গেইল, নাসির হোসেন, কেসরিক উইলিয়ামস, রুবেল হোসেন, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, নুরুল হাসান সোহান, আভিশকা ফার্নান্ডো, এনামুল হক জুনিয়র, রায়াদ এমরিট, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি।