দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকার পর্দা উঠেছে আজ। কোপার এবারের আসর বসেছে ব্রাজিলে। শনিবার থেকে শুরু হওয়া এই আসর চলবে জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত।
দেখে নিন কোপা আমেরিকার গ্রুপপর্বের সময়সূচী…
গ্রুপ এ : ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরু।
গ্রুপ বি : আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।
গ্রুপ সি : চিলি, ইকুয়েডর, জাপান ও উরুগুয়ে।
তারিখ সময় মুখোমুখি সিটি
১৫ জুন ভোর ৬:৩০ ব্রাজিল-বলিভিয়া সাওপাওলো
১৬ জুন রাত ১:০০ ভেনিজুয়েলা-পেরু পোর্তো অ্যালেগ্রি
১৬ জুন ভোর ৪:০০ আর্জেন্টিনা-কলম্বিয়া সালভাদর
১৭ জুন রাত ১:০০ প্যারাগুয়ে-কাতার রিও ডি জেনেরিও
১৭ জুন ভোর ৪:০০ উরুগুয়ে-ইকুয়েডর বেলো হরিজন্তে
১৮ জুন ভোর ৫:০০ জাপান-চিলি সাওপাওলো
১৯ জুন ভোর ৩:৩০ বলিভিয়া-পেরু রিও ডি জেনেরিও
১৯ জুন ভোর ৬:৩০ ব্রাজিল-ভেনিজুয়েলা সালভাদর
২০ জুন ভোর ৩:৩০ কলম্বিয়া-কাতার সাওপাওলো
২০ জুন ভোর ৬:৩০ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বেলো হরিজন্তে
২১ জুন ভোর ৫:০০ উরুগুয়ে-জাপান পোর্তো অ্যালেগ্রি
২২ জুন ভোর ৫:০০ ইকুয়েডর-চিলি সালভাদর
২৩ জুন রাত ১:০০ বলিভিয়া-ভেনিজুয়েলা বেলো হরিজন্তে
২৩ জুন রাত ১:০০ পেরু-ব্রাজিল সাওপাওলো
২৪ জুন রাত ১:০০ কাতার-আর্জেন্টিনা পোর্তো অ্যালেগ্রি
২৪ জুন রাত ১:০০ কলম্বিয়া-প্যারাগুয়ে সালভাদর
২৫ জুন ভোর ৫:০০ ইকুয়েডর-জাপান বেলো হরিজন্তে
২৫ জুন ভোর ৫:০০ চিলি-উরুগুয়ে রিও ডি জেনেরিও