বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ

নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামে বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে জেলার বোয়ালখালীতে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানসহ কর্মী-সমর্থকরা শুক্রবার আওয়ামী লীগের সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় তাদের ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে প্রচার-প্রচারণায় বাধা দেয়াসহ কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ তুলেছে বিএনপি। বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের নবাব আলী সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালী পৌরসভার বিএনপির সভাপতি ও পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ খানসহ নবাব আলী সওদাগর বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে আওয়ামী লীগের লোকজন লাটিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় আমরা মানুষের বাড়ি-ঘরে আশ্রয় নিতে বাধ্য হই। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর এলাকবাসীর সহযোগিতায় ওই এলাকা ত্যাগ করি। এ ঘটনায় বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছেন।’

প্রার্থী আবু সুফিয়ানের মিডিয়া সেলের প্রধান ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, ‘সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডীর মনচুর আওলিয়ার জিয়ারত শেষে গণসংযোগ শুরু করতেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোনাফ ও পৌরসভা যুবলীগের সভাপতি কাজী রাসেলের নেতৃত্বে ৩০-৪০ জন এই হামলায় অংশ নেন।’

তিনি বলেন, এসময় ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি দুইটি এলাকায় দুই প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ‘বিএনপির প্রার্থীর অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান বলেন, ‘নির্বাচনী শান্ত ও সুন্দর পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি গুজব সৃষ্টি করছে। জনমনে আতঙ্ক তৈরি করতে এই ধরনের আজগুবি কল্পকাহিনী প্রচার করছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877