ভয়াবহ দাবদাহে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর মধ্যে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুয়েতে।
গতকাল শুক্রবার এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, গত ৮ জুন দেশটিতে তাপমাত্রা পৌঁছায় ৬৩ ডিগ্রি সেলসিয়াসে। ছায়ায় যা ছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কুয়েতের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতি আর কিছুদিন বজায় থাকবে। কুয়েতে তাপমাত্রা ৬৮ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও বয়ে যাচ্ছে এই দাবদাহ। আগামী তিন মাস দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, এর আগে পৃথিবীতে নথিভুক্ত থাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯১৩ সালের ১০ জুলাই ক্যালিফোর্নিয়ার ফিউর্যান্স ক্রিক রাঞ্চ উপত্যকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।