শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

সৈয়দপুরে ২০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ড. আজিজুল ইসলাম ও লিলু ইসলাম এবং ডা. রেহানা জামান বৃত্তি প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

স্বদেশ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে আমেরিকান প্রবাসী প্রকৌশলী ড. আজিজুল ইসলাম ও লিলু ইসলাম এবং ডা. রেহানা জামান বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন,আমেরিকান প্রবাসী ড. আজিজুল ইসলাম ও লিলু ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী হামিদুজ্জামান এম. ডি এবং ডা. রেহানা জামান এম. ডি। অনুষ্ঠানে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সমন্বয়ক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাংবাদিক আমিনুল হক সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন।


এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) এর সাবেক পরিচালক (প্রশাসন) ও সমাজ সেবক ডা. মো. নূরুল আলম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লায়ন আলহাজ্ব মো. আজমল সরকার, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী রেহানা নূর মহিমা প্রমূখ। গোটা বৃত্তি প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মো. ফারুক আহমেদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এক লাখ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ড. আজিজুল ইসলাম ও লিলু ইসলাম বৃত্তির আওতায় ১০ জনকে ১০ হাজার টাকা করে এবং ডা. রেহানা জামান বৃত্তির আওতায় ১০ জনকে পাঁচ হাজার টাকা করে এককালীন প্রদান করা হয়।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নাসিম আহমেদ বৃত্তিপ্রাপ্ত মেধাবী ও গরীব শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আল- মিজানুর রহমান, সুধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ