স্বদেশ ডেস্ক:
বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দীন আহমেদ তাইজুলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল চারটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর বংশাল থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও বিশেষ মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান আটকের খবর নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।
আটক বিএনপি প্রার্থী তাজউদ্দীন আহমেদ তাইজুলকে ছাড়ানোর জন্য বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বংশাল থানায় গেছেন।