শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে নারীর জন্য ১০০ আসন চান বদিউল আলম মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত পল্লবীতে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ‘রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই’ যে কারণে অপহরণ করা হয় আজিমপুরের সেই শিশুকে উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা
শাজাহান খানকে আর মনোনয়ন দেবে না আ.লীগ : বাহাউদ্দিন নাছিম

শাজাহান খানকে আর মনোনয়ন দেবে না আ.লীগ : বাহাউদ্দিন নাছিম

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধীতা করায় সাবেক নৌমন্ত্রী শাজাহান খানকে আওয়ামী লীগ আর কখনোই মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম।

গতকাল বুধবার রাতে মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়া বন্দর এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে পথসভায় বাহাউদ্দিন এ মন্তব্য করেন।

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সমলোচনা করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এবার সদর উপজেলায় নৌকার বিরোধীতা করায় চিরদিনের জন্য নৌকা বঞ্চিত হলেন শাজাহান খান। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমার নৌকায় চড়ে নৌকার বিরোধীতা করে তাদের আর কোনোদিন নৌকায় জায়গা দেব না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শাজাহান খান এখন নৌকা ছেড়ে আনারস ধরেছে। প্রয়োজনে তিনি নৌকা করেন। স্বার্থে না লাগলে নৌকা ভুলে যান। ২০০১ সালে মাদারীপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য শেখ হাসিনার মনোনয়ন বোর্ড আমাকে মনোনয়ন দিয়েছিল। তখন এই শাজাহান খান নৌকার মনোনয়ন না পেয়ে ছুটে গিয়েছিলেন তারেক রহমানের হাওয়া ভবনে। কোনো আওয়ামী লীগ নেতা কি তারেক রহমানের হাওয়া ভবনে ছুটে যেতে পারে? কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন ধানের শীষের মনোনয়ন আনতে। সেদিন আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধুর ছবি, নৌকা প্রতীককে অসম্মান করেছিল এই শাজাহান খান।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তিনি (শাজাহান খান) মন্ত্রী হয়ে কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে থাকেননি। থেকেছেন তার গণবাহিনী ও জাসদের নেতাকর্মীদের নিয়েই। তিনি কখনোই আওয়ামী লীগের চেতনা ধারণ করেননি। সব সময় নৌকায় চড়ে সুবিধা নিয়ে এখন নৌকার বিরোধীতায় নেমেছেন। আজকে সময় এসেছে এই দেশ বিরোধী, চেতনা বিরোধী, আওয়ামী বিরোধী অপশক্তিকে প্রতিহত করার।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক ও দলীয় প্রার্থী কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877