স্বদেশ ডেস্ক:
আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে-তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গতকাল রোববার ঢাবির মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর, ফারাবী ও সোহেলসহ অন্তত ২৫ জন আহত হন। ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।