বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

পদত্যাগ করছেন ট্রাম্পের ‘বন্ধু’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

এবার নিজের এক ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি জুনের শেষ নাগাদ সারাহ স্যান্ডার্স হোয়াইট হাউস মুখপাত্রের চাকরি ছাড়ছেন বলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘গত সাড়ে তিন বছর খুব ভালোভাবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং নানা সমালোচনা সামাল দিয়েছেন স্যান্ডার্স।’ তিনি খুব ভালো একজন বন্ধু হারালেন বলেও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, আসন্ন আরাকানসাস রাজ্যের গর্ভনর পদে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের জন্যেই হোয়াইট হাউসের চাকরি ছাড়লেন সারাহ।

স্বপদে বহাল থাকা অবস্থায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, এমন নিষেধাজ্ঞা আরোপের কারণে তোপের মুখে পড়েছেন হোয়াইট হাউস উপদেষ্টা কেলিন কনওয়ে। সূত্র মতে, এজন্য চাকরিচ্যুত হতে পারেন ট্রাম্পের অন্যতম এই উপদেষ্টা। তিনিও তিন বছরের বেশি সময় ধরে সরকারের সঙ্গে কাজ করছেন।

এদিকে খুব জোরেশোরে না হলেও ২০২০ সালের যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। রিপাবলিকান ডেমোক্রেটিক উভয় দলের মধ্যেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ