শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

গাজীপুর সোসাইটি ইঊএসএ নতুন কমিটির সভাপতি জহিরুল হক এবং সাধারন সম্পাদক শহীদুল ইসলাম আঁকন নিবাচিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

 

হাকিকুল ইসলাম খোকন: গাজীপুর সোসাইটি অব ইউএসএ-এর কার্যকারী কমিটি ২০২০/২০২১ অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে ২৮ শে ডিসেম্বর শনিবার  নিঊইয়কের স্পাইসি কারী হাউজ জামাইকায়  ঘোষনা করা হয়।এতে উপস্হিত ছিলেন প্রধান ইলেকশন কমিশনার তমিজ উদ্দিন আহম্মেদ বীর মুক্তিযোদ্ধা ,সহ নির্বাচন কমিশন সদস্য সচিব   আসাদুজ্জামান বকসী ,কমিশনার জাহাঙ্গীর বেলাল,মোশাররফ বকসী, এবং বিপুল সংখ্যক গাজীপুরবাসী। নির্বাচনে ভিবিন্ন পদে নিন্মোক্ত ব্যক্তিদের নাম ঘোষনা করা হয়।

সভাপতি জহিরুল হক,,সিনিয়র সহ সভাপতি আবুল বাসার খান,সহ সভাপতি মো: সেলিম,সহ সভাপতি জালাল উদ্দীন সরকার,সহ সভাপতি গোলজার হোসেন মোল্যা,সহ সভাপতি চিত্ত রন্জন চক্রবর্তী

সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আঁকন,,যুগ্ন সাধারন সম্পাদক মো: চাঁদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মোমেন সরকার,সহ সাংগঠনিক সম্পাদক মামুন সরকার বাবু,অর্থ সম্পাদক  এস এম ইবনে আলী,সহ অর্থ ফরিদা আর্ক্তার মিলি,সাংস্কৃতিক সাথী আহাম্মেদ , সহ তাহমিনা আক্তার ডলি,প্রচার শিরিন সরকার,,ক্রীড়া মো: জাহাঙ্গীর , সহ ক্রীড়া মোশারফ হোসেন,,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবরৃনা মৃধা সাথী সহ জান্নাতুল ফেরদৌস ,সমাজ কল্যান এস এম কামাল হোসেন,সহ সাজ্জাদ হোসেন,আপ্যায়ন বিলকিজ আক্তার সুমা,সহ তাহমিদা হাসান,,ম্যাগাজিন সালমা আরা,সহ মুন্নি সন্চিতা তথ্য প্রযুক্তি মোহাম্মদ মোকিত,সহ আশ্রাফুন আক্তার ,ধর্ম সম্পাদক মো:আব্দুস সালাম ভুইয়া ,দপ্তর  মনির আহাম্মেদ, সহ রোমান

দেলোয়ার ,সাহিত্য জিনাত আরা সুলতানা আঁখী, সহ মো: তাহের,

কার্যকারী সদস্য : মরিয়ম আহাম্মেদ ,মোতালিব সরকার,অলিউল্যাহ সরকার,রুবিনা আক্তার, সারোয়ার আহাম্মেদ, সাবিনা মুক্তা,বেনজির হোসেন,মোজাহীদুর রহমান,ইমা আক্তার,রিনা আক্তার, মনিকা পাল,আলমগীর হোসেন,তারেক শেখ, মোজাম্মেল চৌদুরী,ইমতিয়াজ উদ্দীন,মনোয়ার হোসেন,তানিয়া আহাম্মেদ,আসাদুজ্জামান ভুইয়া ,দীপক কুমার চক্রবর্তী,আমির হোসেন ,হোসেন এমারত,।

গাজীপুর সোসাইটির  ইঊএসএ-এর উপদেষ্টা  কমিটি ও মনোনিত করা হয়

প্রধান উপদেষ্টা: তমিজ উদ্দীন আহাম্মেদ,বীরমুক্তিশযোদ্ধা,

উপদেষ্টা : প্রফেসার ইমদাদুল হক ,

বীর মুক্তিযোদ্ধা,প্রতিষ্ঠাতা গাজীপুর বিজ্ঞান কলেজ)

উপদেষ্টা : আসাদুজ্দামান বকসী (সাবেক সভাপতি)

উপদেষ্টা :   জাহাঙ্গীর বেলাল

উপদেষ্টা    মোশাররফ বকসী

উপদেষ্টা :    আনোয়ার উদ্দীন

উপদেষ্টা :       মতিউর রহমান

উপদেষ্টা এ বি এম হাছান।  ধন্যবাদদানেত:হাকিকুল ইসলাম খোকন ,বিশেষ সংবাদদাতা ,ফোন:৯১৭-৮৩৭-৪৭০০ এবং ইমেইল:[email protected]

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ