মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

কুমিল্লায় বাস উল্টে এক যাত্রী নিহত, আহত ২০

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্খ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজারে বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় এসময় আরো ২০ জন আহত হয়েছে। আজ রোববার এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিয়াউদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুঞ্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, কুমিল্লার নাজিরা বাজারে ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে রাস্তায় উল্টে যায়। এসময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অন্তত ২০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

পরবর্তীতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। আহতদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ