জনসেবায় শুরু থেকেই আলোচনায় আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তবে সমাজের দরিদ্রদের প্রতি নিজের অনুদানের কথা কখনো কখনো অহংকার করে বলেননি তিনি। এবারও একসঙ্গে দুই হাজার ১০০ কৃষকের ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করে নজির গড়লেন এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একটি ছোট আনুষ্ঠানিকতার মাধ্যমে বিহারের দুই হাজার ১০০ কৃষকের ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করে দিলেন বর্ষীয়ান এই অভিনেতা। নিজের ব্লগে এ কথা জানিয়েছেন অমিতাভ।
গতকাল বুধবার নিজের বাসভবনে মেয়ে শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের হাত দিয়ে এই চেক কৃষকদের হাতে তুলে দেন অমিতাভ। কৃষকদের হাতে চেক তুলে দেওয়ার বেশকিছু ছবিও নিজের ব্লগে দিয়েছেন তিনি। এই ঋণ শোধের বিষয়টি কৃষকদের জন্য তার উপহার জানিয়ে ৭৬ বছরের অভিনেতা লিখেছেন, ‘আরও একটা প্রতিশ্রুত পূরণ হলো।’
গত বছর উত্তরপ্রদেশের কৃষকদের ঋণও শোধ করেছিলেন অমিতাভ। তবে শুধু কৃষকদেরই নইয়, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানি জঙ্গি হামলায় নিহত জওয়ানদের স্ত্রীদের হাতেও টাকা তুলে দেন তিনি।